Saturday, December 6, 2025

মাগুরায় শিশু ধর্ষকের শাস্তির দাবিতে লোহাগড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লোহাগড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ লোহাগড়ার বিভিন্ন স্তরের প্রায় পাঁচ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সারাদেশে যেমন বাল্যবিবাহ কিংবা পলিথিন নিষিদ্ধ করার কার্যক্রম পরিচালিত হয়, তেমনি ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আছিয়ার পর আর কোনো শিশুকে ধর্ষণের শিকার হতে না হয়।

বক্তারা অন্তবর্তীকালীন সরকার উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পর আপনাদের ক্ষমতায় বসিয়েছি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। তাহলে আছিয়ার ধর্ষণকারীদের প্রকাশ্যে শাস্তি না দিয়ে বিলম্ব করা হচ্ছে কেন?” তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার কার্যকর না হলে শিক্ষার্থীরা আবারও রাজপথে নামবে।

পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে এবং ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস ফর আছিয়া, আছিয়া আছিয়া’সহ বিভিন্ন স্লোগান দেয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর