Saturday, December 6, 2025

নড়াইলে বিএনপি অফিসে বোমা বিস্ফোরণ: সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের গোবরায় বিএনপি অফিসে বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে নড়াইল সদর থানায় বিএনপি নেতা ও হামলায় আহত বাবু মোল্যা বাদী হয়ে এ মামলা করেন। তবে এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।

গত শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদরের গোবরা নতুন স্ট্যান্ডে বিএনপি অফিসের ভেতরে দুর্বৃত্তদের বোমা হামলায় সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু মোল্যা, বিএনপি সদস্য ওয়াজেদ আলী তিতুমীর এবং বিএনপি কর্মী নিউটন গাজী আহত হন। আহত বাবু মোল্যা ও নিউটন গাজী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও আশঙ্কাজনক অবস্থায় ওয়াজেদ আলী তিতুমীর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল শেখের গ্রুপের সঙ্গে একই এলাকার নিউটন গাজীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিলেন নিউটন গাজী।

সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর কবির বলেন, “বোমা বিস্ফোরণের মামলার প্রধান আসামিসহ তার অনুসারীরা একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তাঁরা আওয়ামী লীগে যোগ দেন। আহত নিউটন গাজীও একসময় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। এখন তাঁরা বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন।”

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম, যার প্রমাণ রয়েছে। নিউটন গাজী ও তার সহযোগীরা ষড়যন্ত্র করে এ হামলা ও মামলার নাটক সাজিয়েছে।”

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, “গোবরায় বোমা বিস্ফোরণের ঘটনায় সোমবার সকালে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা কেউ এলাকায় না থাকায় এখনো গ্রেফতার সম্ভব হয়নি। তবে তাঁদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর