Sunday, April 27, 2025

যশোরে ছাত্রদলের মানববন্ধন: নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদ

দেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যশোর সরকারি এম এম কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আয়োজিত এই মানববন্ধনে যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, এম এম কলেজ ছাত্রদলের আহবায়ক শেখ হাসান ইমামসহ স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান বাপ্পী তার বক্তব্যে বলেন, “প্রতিদিন পত্রপত্রিকা ও মিডিয়ায় নারীদের উপর সহিংসতার খবর শুনে আমার হৃদয়ে কষ্ট হয়। আজ আমার মা ও বোনেরা সারাদেশে নিরাপদ নয়। ৮ই মার্চ নারী দিবসের দিনেই মাগুরায় ৮ বছরের একটি শিশুকে পাশবিক নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে। সেই শিশুটি এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সম্মিলিত সামরিক হাসপাতালে অচেতন হয়ে আছে। আমরা বিচারহীনতার এই বাংলাদেশ দেখতে চাই না।”

যশোরে ছাত্রদলের মানববন্ধন: নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদতিনি আরও বলেন, “বর্তমান সরকার আইনশৃঙ্খলার দিকে দৃষ্টি না দিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে। এমন একটি বাংলাদেশ আমরা চাইনি।”

এ অনুষ্ঠানে এম এম কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর