২৫ বছর পর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড। তবে সেই স্বপ্ন পূরণ হলো না কিউইদের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (৯ মার্চ) অনুষ্ঠিত ফাইনালে ৪ উইকেটের ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নিলো ভারত।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে উইল ইয়োং ও রাচিন রবীন্দ্র ভালো শুরু করলেও ভারতীয় স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে কিউইরা। তবে দলকে ভরসা দেন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। মিচেল ১০১ বলে ৬৩ রান করেন, আর ব্রেসওয়েল মাত্র ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ২৫১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় নিউজিল্যান্ড।
২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল উড়ন্ত সূচনা এনে দেন। এই দুই ব্যাটারের দাপটে মাত্র ১০৫ রানেই উদ্বোধনী জুটি গড়ে ফেলে ভারত। রোহিত ৮৩ বলে ৭৬ ও গিল ৫০ বলে ৩১ রান করেন। তবে এরপর ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে ভারত।
এই ধাক্কা সামাল দেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। তাদের ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। তবে নিউজিল্যান্ড দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। আইয়ার ৬২ বলে ৪৮ ও অক্ষর ৪০ বলে ২৯ রান করেন।
শেষ দিকে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল ম্যাচের লাগাম হাতে নেন। হার্দিক ১৮ বলে ১৮ রান করে আউট হলেও রাহুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় ভারতের। ৬ বল হাতে রেখেই ৩৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি। সঙ্গী ছিলেন রবীন্দ্র জাদেজা, যিনি ৬ বলে ৯ রান করেন।
এই জয়ের মাধ্যমে ২০১৩ সালের পর আবারও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তুললো ভারত। এটি তাদের তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা।
নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল, দুজনেই ২টি করে উইকেট নেন। তবে শেষ পর্যন্ত ভারতের ব্যাটিং শক্তির সামনে হার মানতেই হলো কিউইদের।