Friday, December 5, 2025

ধর্ষকদের পক্ষে মাগুরার কোনও আইনজীবী আদালতে দাঁড়াবেন না

মাগুরা প্রতিনিধিঃ ধর্ষিত শিশুর আসামিদের ফাঁসির দাবিতে মাগুরা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। রবিবার (৯ মার্চ) সকালে বিক্ষোভ মিছিল শেষে তারা আদালত চত্বরে অবস্থান নেন। তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে শিশুর ধর্ষকের ফাঁসি আদেশ না হলে তারা অবস্থান থেকে নড়বেন না।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শায়ের হাসান টগর জানিয়েছেন, ‘‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ধর্ষকদের পক্ষে মাগুরার কোনও আইনজীবী আদালতে দাঁড়াবেন না।’’

সমাবেশে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সাদিয়া ইসলাম, রকিবুল ইসলাম, সুবর্ণা প্রমুখ।

এদিকে, গত বুধবার রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় এক শিশু বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হন।

আর কে-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর