অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করেছে। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পরিবর্তে এটি এখন ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’ নামে পরিচিত হবে।
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত সাড়ে ছয় বছরের শিশু রিয়া গোপের স্মরণে এই নামকরণ করা হয়েছে।
এর আগে জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তনের পর বিভিন্ন ক্রীড়া স্থাপনার নামও নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে। জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স, জাতীয় টেনিস কমপ্লেক্স এবং জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনের নামও পরিবর্তন করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করেছেন।
অনলাইন ডেস্ক