Saturday, December 6, 2025

বাঘারপাড়া থানার দায়িত্ব নিলেন ওসি ফিরোজ উদ্দীন

বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁনঃ   যশোরের বাঘারপাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ফিরোজ উদ্দীন যোগদান করেছেন।  মঙ্গলবার (২২ ডিসেম্বর ) দুপুর ২টায় বাঘারপাড়া থানায় অফিসার ইন চার্জ হিসাবে ফিরোজ উদ্দীন যোগদান করেন। তিনি এর আগে নড়াইল জেলার লোহাগড়া থানায় কর্মরত ছিলেন। যোগদানের সময় নবাগত ওসি ফিরোজ উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী ওসি সৈয়দ আল মামুনসহ থানার সকল সদস্যরা।
আইনশৃঙ্খলা বিষয় নিয়ে ওসি ফিরোজ উদ্দীন সাংবাদিকদেরকে জানান, তিনি বাঘারপাড়া উপজেলা হতে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া পুলিশকে জনগনের বন্ধু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে থানায় সাধারণ ডায়েরী করা সহ মামলা রুজু করতে কাউকে কোন প্রকার টাকা না দেয়ার জন্য অনুরোধ জানান। তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর