যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দীর্ঘ ১৭ লড়াই সংগ্রামের মাধ্যমে কঠিন সময় অতিবাহিত করে বর্তমান অবস্থায় পৌঁছেছি। দীর্ঘ সময়ে দলের প্রতিটি নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছেন। সেই ভীতিকর পরিবেশ আবার ফিরে আসুক সেটি কেউ চায় না। আওয়ামী লীগ যে কাজ টা করেছে, শহীদ জিয়াউর রহমানের আদর্শের কর্মীরা কোন দিন সেই কাজ করতে পারে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে সময় ধৈর্য ও সংযম প্রদর্শনের নির্দেশ দিয়ে, বলেছে এখনো আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারি নি। চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বিগত দিনের মত ঐক্যবদ্ধ থাকতে হবে। পলাতক স্বৈরাচারের দোসরা কোন ভাবেই যেন সমাজে সংঘবদ্ধ হতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
ইফতার পূর্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামসহ দলের প্রয়তা নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, বিএনপি নেতা সবদুল হোসেন, আব্দুল জলিল প্রমুখ।
রাতদিন সংবাদ







