Friday, December 5, 2025

যশোরে জামায়াতে ইসলামীর যাকাত ও উশর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে শনিবার যাকাত ও উশর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে । জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আ ছ  ম তরিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী গাজী এনামুল হক। আরও বক্তব্য দেন জেলা সহকারি সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মনিরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা কর্ম পরিষদ সদস্য নুরি আলী মামুন, মাওলানা শিহাব উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথি বলেন যাকাত একটি ফরজ এবাদত। যাকাত সম্পদকে পবিত্র করে। ধনীদের সম্পদে গরিবের হক আছে। এই হক অবশ্যই আদায় করতে হবে, তা না হলে পরকালে কঠিন শাস্তি পেতে হবে। যদি আমরা এই শাস্তি থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই যাকাত আদায় করতে হবে।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর