চল্লিশে পা দিয়েও গোলের ধার কমেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন এই পর্তুগিজ মহাতারকা। শুক্রবার রাতে আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে দলের হয়ে একবার জালের দেখা পেয়েছেন তিনি।
এই গোলের মাধ্যমে অনন্য এক কীর্তি গড়েছেন রোনালদো। তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা এখন ৯২৬টি, যেখানে অর্ধেক (৪৬৩) করেছেন ৩০ বছরের পর এবং বাকি অর্ধেক ৩০-এর আগে। সহজ করে বললে, পেশাদার ক্যারিয়ারের প্রথম ১৩ বছরে যত গোল করেছিলেন, গত এক দশকেও করেছেন ঠিক ততটাই।
চলতি মৌসুমে আল নাসেরের হয়ে ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন রোনালদো, সতীর্থদের দিয়েও করিয়েছেন ৪টি। তবে দলীয় পারফরম্যান্সে আশানুরূপ সাফল্য আসেনি। ২৪ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে আল নাসের, শীর্ষস্থানীয় আল-ইত্তিহাদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে। এতে করে এবারের মৌসুমেও শিরোপার আশা একপ্রকার শেষ হয়ে গেছে রোনালদোদের।
অনলাইন ডেস্ক







