মোরেলগঞ্জ প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি পৌর শাখার উদ্যোগে রমজান মাস উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “রমজান: আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস” শীর্ষক এই সেমিনারটি বৃহস্পতিবার, ৬ মার্চ, দুপুর ২টায় সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় এবং পৌর ইমাম সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইমাম সমিতির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল আলিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছবির আহমেদ, অধ্যাপক মোহাম্মদ নেছার উদ্দিন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যক্ষ ড. রুহুল আমিন এবং পৌর ইমাম সমিতির অর্থ সম্পাদক মাওলানা মোঃ হারুনুর রশিদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সেমিনার শেষে মোরেলগঞ্জ বাজার জামে মসজিদের খতিব হাফেজ মতিউর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







