কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।মঙ্গলবার সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসার দরগার মাঠ থেকে ওই কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবকের নাম সোলেমান আলী (১৮)। সে ওই গ্রামের ভাদু আলীর ছেলস্থানীয় ওয়ার্ড সদস্য আবদুল হামিদ জানান, নিহত যুবক কৃষিকাজ করত। তবে কী কারণে এহত্যাকাণ্ড ঘটেছে তা জানাতে পারেননি এলাকাবাসী।মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, হালসা দরগার মাঠ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতের কোনো একসময় ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান মিরপুর থানার ওসি।







