মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৫ মার্চ ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী। গ্রেপ্তারকৃতরা হলেন – উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের অন্তু দাস, গৌতম দাস, উত্তম দাস, নদে দাস,নাকোল ইউনিয়নের নাকোল গ্রামের মেজবা শেখ, শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামের ছমির শেখ ও লাবু একই ইউনিয়নের দরিবিলা গ্রামের মাহবুব ও ডলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামের মহিদুলকে গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, শ্রীপুর থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত এবং বুধবারে ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে সি আর এবং জি আর মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করে। সব আসামিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
মাগুরার শ্রীপুরে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামি আটক

আরো পড়ুন






