Friday, December 5, 2025

মাগুরা প্রতিদিন কার্যালয়ে তথ্য অধিদপ্তরের পরিদর্শন দল

মাগুরা প্রতিনিধি : তথ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার মাগুরায় সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল “মাগুরা প্রতিদিন ডটকম” কার্যালয় পরিদর্শন করেছেন। তথ্য অধিদপ্তরের ৩ সদস্যের পরিদর্শন দলটিতে ছিলেন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, তথ্য অফিসার মেহেদী হাসান এবং সাঁট লিপিকার জামিন মিয়া। পরিদর্শন দলটি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মাগুরা শহরের কলেজ রোডে পৌর মার্কেটের দ্বিতীয় তলায় জনপ্রীয় নিউজ পোর্টাল “মাগুরা প্রতিদিন” কার্যালয় পরিদর্শন করেন। এ সময় মাগুরা প্রতিদিন নিউজ পোর্টালের বার্তা সম্পাদক আবু বাসার আখন্দ, রিপোর্টার সুরভী খান, কনট্রিবিউটার তৌহিদুজ্জামান পরিদর্শন দলটিকে স্বাগত জানান। তথ্য অধিদপ্তরের পরিদর্শন দলের প্রধান সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল অধিক মাত্রায় সরকারের উন্নয়নমূলক এবং জনগুরুত্বপূর্ণ সংবাদ উপস্থাপনের প্রতি আহ্বান জানান। পরিদর্শন দলটির সঙ্গে মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাশও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর