আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। তবে দলের বিদায়ের পর আরও এক দুঃসংবাদ পেল অজি ক্রিকেটপ্রেমীরা। পরদিনই আকস্মিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্টিভ স্মিথ।
প্যাট কামিন্সের অনুপস্থিতিতে স্মিথকে অধিনায়ক করেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় সারির দল নিয়ে গ্রুপ পর্ব পেরোলেও সেমিফাইনালে ভারতের কাছে পরাজিত হয় তারা। সেমিফাইনালে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন স্মিথ এবং দুর্দান্ত অধিনায়কত্ব করেন। তবু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার অবসরের ঘোষণা অনেককে অবাক করেছে।
স্মিথ জানিয়েছেন, ২০২৭ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ানডে থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। এক বার্তায় তিনি বলেন, ‘এটাই সরে যাওয়ার সঠিক সময় বলে মনে হচ্ছে। এই সফরটা দারুণ ছিল, প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জয় (২০১৫ ও ২০২৩) আমার ক্যারিয়ারের উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে। আশা করি, দল এখন থেকেই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি নেবে।’
২০১০ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া স্মিথ ১৫ বছরে অস্ট্রেলিয়ার হয়ে ১৭০ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে করেছেন ৫৮০০ রান এবং বল হাতে নিয়েছেন ২৮ উইকেট। অধিনায়ক হিসেবে ৬৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩২টিতে জয় পেয়েছেন তিনি। যদিও ওয়ানডে থেকে অবসর নিলেও স্মিথ টেস্ট ও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন।
অনলাইন ডেস্ক







