Wednesday, March 26, 2025

রহস্যে ঘেরা শতাব্দী প্রাচীন জিনের তৈরি মসজিদ

রাজশাহীর বাগমারা উপজেলায় রয়েছে এক রহস্যময় মসজিদ, যাকে স্থানীয়রা ‘জিনের মসজিদ’ বলে ডাকেন। কথিত আছে, এক রাতেই জিনেরা এই মসজিদ তৈরি করে দেয়! কিন্তু গবেষকদের মতে, এটি মোগল আমলের শেষদিকে নির্মিত।

স্থানীয়দের মতে, এই মসজিদের সঠিক ইতিহাস কেউ জানে না। কামনগর গ্রামের প্রবীণ বাসিন্দা আফজান হোসেন বলেন, তার বাবা-দাদারাও জানতেন না, কে বা কবে এই মসজিদ তৈরি করেছেন। ছোটবেলা থেকেই তিনি শুনে এসেছেন, জিনেরা রাতারাতি এটি গড়ে তোলে। আরেক প্রবীণ ব্যক্তি আবের আলীও জানিয়েছেন, এক রাতে জিনেরা শুধু মসজিদই নয়, পাশে একটি পুকুরও খনন করেছিল।

তিন গম্বুজবিশিষ্ট এই মসজিদে একসময় লোকজন ভয় পেতেন। কিন্তু এখন সেই ভয় কেটে গেছে। তবে মসজিদের প্রাচীন স্থাপত্যশৈলী এখন বিলুপ্তির পথে। মুসল্লিদের সুবিধার জন্য কিছু সংস্কার করা হয়েছে, যা ঢেকে দিয়েছে মসজিদের ঐতিহ্যবাহী রূপ। পাঁচ বছর আগেও যারা এই মসজিদ দেখেছেন, তারা বর্তমান পরিবর্তনে হতবাক! একমাত্র মূল গম্বুজটিই বহন করে চলছে অতীতের স্মৃতি।

মসজিদটির দৈর্ঘ্য ৩০ ফুট, প্রস্থ ১০ ফুট। এটি চুন-সুরকি ও ইট দিয়ে নির্মিত। প্রবেশপথের দুই পাশে রয়েছে অর্ধবৃত্তাকার খিলানবিশিষ্ট বদ্ধ প্যানেল। ভেতরে অপূর্ব কারুকাজ করা মিহরাব এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে।

মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলী জানান, মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য রং করা হয়েছে এবং পাশে আলাদা অজুখানা তৈরি করা হয়েছে। তবে মূল নকশা পরিবর্তন না করলেও সংস্কারের কারণে মসজিদের ঐতিহ্য অনেকটাই ঢাকা পড়ে গেছে।

এই মসজিদ কি সত্যিই জিনেরা নির্মাণ করেছিল? নাকি এটি শুধুই প্রাচীন স্থাপত্যশৈলীর এক নিদর্শন? রহস্যের পর্দা এখনো পুরোপুরি উন্মোচন হয়নি। তবে এক রাতের মধ্যে মসজিদ তৈরির গল্প আজও এলাকাবাসীর মুখে মুখে প্রচলিত।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর