Monday, April 28, 2025

রমজানের শুরুতে যশোর বড় বাজারে কাঁচাবাজারের দাম বাড়তি

যশোর বড় বাজারে রমজানের প্রথম দিন থেকে কাঁচাবাজারের তরকারির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, ইফতারির অন্যতম উপাদান বেগুনের চাহিদা ও দাম দুটোই বেড়েছে।

কাঁচাবাজার খুচরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুশান্ত সাহা বলেন, রমজান মাসে ইফতারির জন্য বেগুনসহ বিভিন্ন সবজির চাহিদা বাড়ে, যার ফলে স্বাভাবিকভাবেই দামও বাড়ে। তবে সরবরাহ ঠিক থাকলে ধীরে ধীরে দাম নিয়ন্ত্রণে আসবে।

কাঁচাবাজার খুচরা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিযার রহমান বলেন, বাজারে সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেড়েছে। কৃষকেরা জমি থেকে নতুন ফসল বাজারে আনলে পরিস্থিতির উন্নতি হবে।

ভোক্তারা নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তবে ব্যবসায়ীরা বলছেন, এটি চাহিদা ও সরবরাহের তারতম্যের স্বাভাবিক প্রভাব। বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর