Friday, December 5, 2025

রোহিত শর্মাকে নিয়ে বিতর্ক, সমালোচনার মুখে কংগ্রেস নেতা

চ্যাম্পিয়নস ট্রফির মাঝেই ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন কংগ্রেস নেতা শামা মোহামেদ। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সৌগত রায়ও তাঁর সঙ্গে একমত পোষণ করেছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এসব মন্তব্য ভালোভাবে নেয়নি।

গতকাল দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এই ম্যাচে রোহিত শর্মা ১৫ রান করে আউট হন। এরপর শামা মোহামেদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগের টুইটার) একটি পোস্টে লেখেন, ‘রোহিত শর্মা যথেষ্ট স্থূলকায়, তার ওজন কমানো দরকার। তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে আকর্ষণহীন অধিনায়ক। তিনি কেবল সৌভাগ্যের কারণে অধিনায়ক হয়েছেন।’ পরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তিনি পোস্টটি মুছে ফেলেন।

শামার মন্তব্যের পর কংগ্রেস জানিয়ে দেয়, এটি দলের বক্তব্য নয় এবং পোস্টটি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিজেপি এই মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ করেছে। বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা কটাক্ষ করে বলেন, ‘যারা ৯০টি নির্বাচনে হেরেছে, তারা রোহিতের অধিনায়কত্বকে আকর্ষণহীন বলছে!’

তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ও রোহিতের দল থেকে বাদ পড়ার পক্ষে মত দেন। তিনি বলেন, ‘দলে তাঁর জায়গা থাকা উচিত নয়। তাঁর পারফরম্যান্স ভালো নয়, ওজনও বেশি।’ তিনি আরও বলেন, ‘বুমরা বা শ্রেয়াস আইয়ারও দারুণ অধিনায়ক হতে পারেন।’

তবে বিসিসিআই এসব মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘টুর্নামেন্ট চলাকালে এমন মন্তব্য করা দুর্ভাগ্যজনক। এটি দলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

আগামীকাল চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বিতর্কের মাঝে রোহিত শর্মা কীভাবে পারফর্ম করেন, সেটাই এখন দেখার বিষয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর