চলছে মুসলিম সম্প্রদায়ের পবিত্রতম মাহে রমজান। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের বহুল প্রতীক্ষিত এই মাস শুরু হয়েছে চলতি সপ্তাহের শুরুতেই। আরব বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হয়েছে আগেই, আর বাংলাদেশসহ বিশ্বের অনেক প্রান্তেই আজ পালিত হচ্ছে প্রথম রোজা।
রমজানের প্রভাব পড়তে শুরু করেছে খেলাধুলার জগতেও। রোজা পালনরত মুসলিম ফুটবলারদের ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে বেলজিয়ান প্রো লিগ, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ও অস্ট্রেলিয়ার ‘এ’-লিগ।
ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ রমজান মাসে সূর্যাস্তের সময়ে চলমান এফএ কাপের ম্যাচগুলোতে বিশেষ ‘রামাদান ব্রেক’ চালু করেছে। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগ এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি, তবে এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচগুলোতে মুসলিম খেলোয়াড়দের ইফতারের সময় করে দিতেই এই বিরতি রাখা হয়েছে।
বেলজিয়ান প্রো লিগেও একই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটিতে মুসলমানদের সংখ্যা মাত্র ৫ শতাংশ হলেও সূর্যাস্তের সময়ে ম্যাচে বিরতির ব্যবস্থা রাখা হয়েছে। সেইন্ট ট্রুইডেন্স ও কে.ভি. কোর্টরির্টজের মধ্যকার ম্যাচের ১২ মিনিটের মাথায় ‘রামাদান ব্রেক’ দেওয়া হয়, যেখানে সেইন্ট ট্রুইডেন্স ৪-২ গোলে জয় পায়।
এছাড়া, অস্ট্রেলিয়ার শীর্ষ ফুটবল লিগ ‘এ’-লিগেও প্রতি বছর ইফতার ব্রেকের ব্যবস্থা করা হয়। বিগত কয়েক বছর ধরে চলা এই উদ্যোগ রমজান মাসে রোজাদার মুসলিম খেলোয়াড়দের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করছে।
অনলাইন ডেস্ক







