নিজস্ব প্রতিবেদক- যশোর সদর উপজেলার বসুন্দিয়ায়,”জঙ্গলবাধাল মডেল” স্কুলের, দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান, আজ (২৭শে ফেব্রুয়ারি) বৃহষ্পতিবার সমাপ্ত হয়েছে।
সদর উপজেলার অন্যতম এই বিদ্যাপীঠে প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের মেধা মনন বিকাশে,অনুষ্ঠিত হলো দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন।
২য় দিনের প্রথম অধিবেশনে অতিথিবৃন্দের উপস্থিতিতে ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ,অভিভাবক ও উপস্থিত সাধারনের উদ্দেশ্যে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: নুরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো: শফিকুল ইসলাম বিশ্বাস, বসুন্দিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এস এম ফজলুল হক, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মান্নু,নওয়াপাড়া বয়েজ কলেজের সাবেক অধ্যাপক শরিফুল ইসলাম,বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিয়াদুল ইসলাম মিল্টন।এছাড়াও উপস্তিত ছিলেন স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন উপস্তিত অতিথি বৃন্দ।
রাতদিন ডেস্ক/জয়-







