প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে এরই মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। এই দুই দলের মধ্যে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার। আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় রাওয়ালপিন্ডিতে মাঠে নামার কথা রিজওয়ান-শান্তদের। তবে গত ১২ ঘণ্টায় পাল্টেছে ভেন্যু শহর রাওয়ালপিন্ডির আবহাওয়াও।
যে কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরুর আগে গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কমেছে। আকাশ ঢাকা ছিল ঘন মেঘে। বৃষ্টি না কমার কারণে আজ হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ এখনো নির্দিষ্ট সময়ে মাঠে গড়ায়নি।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় টস হওয়ার কথা ছিল। খেলা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টায়। তবে বৃষ্টির কারণে এখনো অনিশ্চিত টসের সময়, যার প্রভাব পড়তে পারে ম্যাচের দৈর্ঘ্যেও।
স্বাগতিক পাকিস্তান, নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে আসর থেকে ছিটকে পড়ে। বাংলাদেশও ঠিক একই প্রতিপক্ষের কাছে হেরে কোন পাওয়া ছাড়াই আসর ত্যাগ করছে।
অনলাইন ডেস্ক







