Saturday, December 6, 2025

নির্বাচনের দাবিতে মঙ্গলবার যশোরে পরিবহন শ্রমিকদের সমাবেশ

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত আদেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। বিকেল ৩টায় শহরের মণিহার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সোমবার সংগঠনের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সংসদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠনের নির্বাচন চলমান রয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে স্থগিত থাকা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি করে আসছেন নেতৃবৃন্দ। তারাই ধারাবাহিকতায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর