Friday, December 5, 2025

মাগুরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা: তিন শতাধিক রোগী উপকৃত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে সোনাতুন্দী সম্মিলিত পাঠাগারের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের (যশোর) চক্ষু বিভাগের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী এই ক্যাম্পে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

ক্যাম্পে শনাক্তকৃত ছানি পড়া ১২ জন রোগীকে মঙ্গলবার লেন্স প্রতিস্থাপনসহ বিনামূল্যে অপারেশন করা হয়। শ্রীপুরের সোনাতুন্দী হাফেজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই কর্মসূচিতে সোনাতুন্দী সম্মিলিত পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুল হাসানের পরিচালনায় ৫০ জন স্বেচ্ছাসেবক সহায়তা করেন।

স্থানীয় বাসিন্দারা আদ্-দ্বীন হাসপাতালের এই উদ্যোগের প্রশংসা করে জানান, বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ অন্যান্য সেবার মাধ্যমে অনেক মানুষ তাদের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। তারা এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর