Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতার জেরে বেতালপাড়ায় হামলা, আহত ২

খাজুরা (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামে নির্বাচনী সহিংসতার জের ধরে সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে হামলা হয়েছে।

সোমবার সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে। এতে সাবেক ইউপি সদস্য শরিফা বেগম (৪৩) ও তার মেয়ে কলেজ শিক্ষার্থী প্রিয়া খাতুন (২৩) আহত হয়েছেন। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।আহত ইউপি সদস্য শরিফা বেগম জানান, সন্ধ্যার পরপরই তার প্রতিবেশী সাবেক ইউপি সদস্য ইন্তাজ আলীর নেতৃত্বে একদল ব্যক্তি তার বাড়িতে ঢুকেই ভাঙচুর শুরু করে। এসময় তিনি ও তার মেয়ে ভয়ে ঘর থেকে বের হয়ে পাশেই হাসানের বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে তাদের দু’ জনকে ধরে মারপিট করে হামলাকারীরা। হামলাকারীরা তাদের শ্লীতহানির চেষ্টা চালায়।

মারপিটের সময় মা-মেয়ের সোনার গহনা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেছেন শরিফা বেগম। এর আগে বাড়ি ভাঙচুরের সময় ঘরে ঢুকে হামলাকারীরা নগদ পঞ্চাশ হাজার টাকা লুট করে। প্রিয়া খাতুন জানান, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপর্নিবাচনে নৌকা প্রতীকের কর্মী ছিলেন ইন্তাজ আলী। অন্যদিকে তার মা ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের দিলু পাটোয়ারীর পক্ষ নেন।

গত ১০ ডিসেম্বর রাতে ইন্তাজ আলীর ভাইপো টিটো নির্বাচনী সহিংসতায় নিহত হন। এরই জেরে ও নির্বাচনে দিলুর পক্ষ নেয়ায় সোমবার সন্ধ্যা নামার সাথেই পরিকল্পিতভাবে তাদের ওপর এ হামলা করা হয়।এ ঘটনায় অভিযুক্ত ইন্তাজ আলীর সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি ঘটনার সময় বেতালপাড়া বাজারে ছিলাম। আমাকে মামলার জালে ফাঁসাতে তারা এ হামলার নাটক সাজিয়েছে।খাজুরা পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ হযরত আলী জানান, আহতদেরকে উদ্ধার করে প্রতিবেশীদের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার আসল কারণ জানতে খোঁজ নেয়া হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর