মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানবতার এ চিরন্তন সত্য কথাটি আজ আরও গভীরভাবে উপলব্ধি করার সময় এসেছে। মাত্র ১৪ মাস বয়সী শিশু সাফওয়ান আল মামুনের জীবন এখন সংকটাপন্ন। প্রাণঘাতী ব্যাধি ক্যান্সার তাকে প্রতিনিয়ত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।
যশোর পুলিশ লাইন এলাকার বাসিন্দা ওবায়দুল আল মামুনের ছোট ছেলে সাফওয়ান, এক মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের একাধিক পরীক্ষার পর জানা যায়, তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। বর্তমানে সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, যথাযথ চিকিৎসা পেলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু চিকিৎসার ব্যয় এত বেশি যে, তা বহন করা সাফওয়ানের পরিবারের পক্ষে সম্ভব নয়।
সাফওয়ানের বাবা অসহায়ের মতো সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “আমার সন্তানের জীবন বাঁচাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। আমি সবার কাছে অনুরোধ করছি, দয়া করে আমার ছেলেকে বাঁচানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।”
অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার ডাকে সাড়া দেওয়া আমাদের কর্তব্য। একজন শিশুর জীবন বাঁচাতে আপনার একটু সহায়তা হতে পারে আশার আলো।
সাফওয়ানের চিকিৎসায় সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন: বিকাশ নম্বর: ০১৭১৫-১১৬৩৬৭ (পারসোনাল)
ব্যাংক হিসাব নম্বর: Pubali Bank Plc, Account No: 0340101224713, MD. ABDULLA AL MAMUN, Motijheel Corporate Branch







