Friday, December 5, 2025

নড়াইলে করোনা প্রতিরোধে সচেতনতামূলক হাতধোয়া প্রদর্শন

নড়াইল প্রতিনিধি :নড়াইলে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সঠিক নিয়মে হাতধোয়া কার্যক্রম পরিচালিত হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কমলাপুর গ্রামে ৩নং কমলাপুর পল্লী সমাজের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।ঘন্টাব্যাপী এ কার্যক্রম চলাকালে পল্লী সমাজের সদস্যদের সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শনের পাশাপাশি করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক পরিধানসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেয়া হয়।এসময় সচেতনতামূলক বক্তব্য দেন ৩নং কমলাপুর পল্লী সমাজের সভাপ্রধান পুতুল রানী, সাধারণ সম্পাদক উন্নতি রানী, কোষাধ্যক্ষ তিথি রায়, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অর্গানাইজার মোঃ বকুল আলী প্রমুখ।
কর্মসূচিতে পল্লী সমপাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর