মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় যুব সমাজের আয়োজনে ২ দিন ব্যাপী পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (২৫ ফেব্রুয়ারি) বারইখালীর ফেরিঘাট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০ জন বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। মোঃ সোহেল ফরাজি তরুণ শিশু-কিশোরদের সভায় বলেন, মাদক মুক্ত সমাজ ও আদব-কায়দায় গড়ে তুলতে হলে ইসলামী সংস্কৃতির বিকল্প নেই। এমন আয়োজন প্রতিটি সমাজে ও গ্রামে নিয়মিত হওয়া প্রয়োজন। তাহলেই, অশ্লীলতা মুক্ত সুন্দর সমাজ গড়ে উঠবে। চুরি ছিনতাইসহ নানান অপরাধ কমে আসবে। অপসংস্কৃতি মুক্ত সমাজ গড়ার মাধ্যমে আমাদের শিশু-কিশোরদের এখন থেকেই আলোর পথ দেখাতে হবে।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় তানজিম শিল্পীগোষ্ঠী একাডেমি’র পরিবেশনায় ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় যুব সমাজ ইসলামী সংস্কৃতি ও আদর্শের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং শিশু-কিশোরদের মধ্যে নৈতিক মূল্যবোধের বিকাশে উৎসাহিত করেছে।







