চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাঁচা-মরার ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পর টুর্নামেন্টে টিকে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
শুরুতেই সতর্কভাবে খেলছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল। তবে নবম ওভারে মাইকেল ব্র্যাসওয়েলের বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান তামিম। এরপর মেহেদী মিরাজ ও তাওহীদ হৃদয়ও বড় কিছু করতে পারেননি। তবে শান্ত তার দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের সংগ্রহ ১০০ রানের মাইলফলক পার করিয়েছেন।
আজ একাদশে দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। সৌম্য সরকার ও তানজিম সাকিবের পরিবর্তে মাহমুদউল্লাহ রিয়াদ এবং নাহিদ রানা দলে জায়গা পেয়েছেন। তবে সৌম্য না থাকায় ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে শুরু করেছিলেন শান্ত।
তামিমের আউট হওয়ার পর মেহেদী মিরাজ ক্রিজে আসলেও তিনে খেলতে নেমে তার ব্যাটিংও ব্যর্থ হয়। তিনি ১৩ রান করে ফিরে যান। এরপর হৃদয়ও ৭ রান করে ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে ফিরে যান। শান্ত এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন, তার ব্যাটেই বাংলাদেশের সংগ্রহ ১০৫ রানে পৌঁছেছে।
অনলাইন ডেস্ক







