Friday, December 5, 2025

দামুড়হুদায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

চয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার বড় দুধপাতিলা অরক্ষিত রেলক্রসিংয়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

তার শরীর থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে বাম পা। বেলা সাড়ে ১১টায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্ক আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলওয়ে পুলিশ। তারা বিষয়টি তদন্ত করছে। তবে কোন ট্রেনে ওই যুবক কাটা পড়েছে তা এখনও জানা যায়নি।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর