পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ ফেব্রুয়ারি কপিলমুনির মাদ্রাসার পাশে মেইন সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে শত শত মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভে ছাত্র-শিক্ষক, মাদ্রাসার জমি দাতা এবং এলাকাবাসী অংশগ্রহণ করে। মানববন্ধনটি পরবর্তীতে একটি জনসভায় পরিণত হয়।অধ্যক্ষ আব্দুস সাত্তার দুর্নীতির মাধ্যমে মাদ্রাসার জমি আত্মসাৎ করেছেন এবং অদক্ষ শিক্ষক নিয়োগের মাধ্যমে মাদ্রাসার পরিবেশ ধ্বংস করেছেন।
বক্তব্য রাখেন মাদ্রাসার জমি দাতা শেখ সাহাজুদ্দিন,উপজেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি এইচএম শফিউল ইসলাম, জমি দাতা শেখ ইউনুস আলী, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী, শেখ বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের, সোহেল গাজী, বিল্লাল হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, “অধ্যক্ষ সাত্তার মাদ্রাসার খরচের টাকা হাতিয়ে নিয়ে জমি দানের নামে তার নামে সাড়ে ৪ শতক জমি লিখে নিয়েছেন এবং মাদ্রাসার টাকা থেকে অর্থ আত্মসাৎ করেছেন।” এছাড়াও, তিনি গোপনে শিক্ষক-কর্মচারী নিয়োগের মাধ্যমে দুর্নীতি করেছেন।
বিক্ষোভে অংশগ্রহণকারী সবাই মাদ্রাসার পরিবেশ রক্ষা ও দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ দাবি করেছেন। তারা বলেন, “অনতিবিলম্বে আব্দুস সাত্তারকে অপসারণ করা না হলে তারা কঠোর আন্দোলন করবেন।”
এ সময়, মাদ্রাসার অধ্যক্ষের অফিস কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
আর কে-১০







