আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ৮ বছর পর মাঠে ফিরেছে এবং পাকিস্তানের মাটিতে ২৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে আইসিসির কোনো ইভেন্ট। তবে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের বড় ব্যবধানে পরাজিত হয়ে পাকিস্তান শুরুতেই কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। আজ রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে চিরশত্রু ভারতকে মোকাবেলা করতে হবে। এই ম্যাচে হারলেই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি টিকে থাকার আশা প্রায় শেষ হয়ে যাবে, আর জিতলে আবারও সুযোগ থাকবে।
দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে মুখোমুখি ১৩৪ ওয়ানডেতে পাকিস্তান এগিয়ে, ৭৩ জয় পাকিস্তানের, ভারতের জয় ৫৭টি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তান এগিয়ে। ২০১৭ আসরের দুই দেখায় পাকিস্তানই জিতেছিল। তবে সাম্প্রতিক ফর্মে ভারত এগিয়ে, তারা ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে এই আসরে এসেছে এবং প্রথম ম্যাচেও জয়ী হয়েছে। পাকিস্তান ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হেরে আসরের প্রথম ম্যাচেও হেরে গেছে।
ভারতের সাবেক তারকা সৌরভ গাঙ্গুলি মন্তব্য করেছেন, “সাদা বলে ভারত খুবই শক্তিশালী দল। গত ৫ বছরে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে হেরেছে ভারত। এই ম্যাচে ভারতই ফেভারিট।” গাঙ্গুলি আরও বলেন, দুবাইয়ের পিচে স্পিনারদের জন্য সহায়ক পরিবেশ থাকবে, আর ভারতের স্কোয়াডে ৫ জন স্পিনার রাখা হয়েছে। তিনি মনে করেন, স্পিনই ভারতের মূল শক্তি, এবং এই পিচে ৩০০ রান করাও কঠিন।
আজকের ম্যাচে পাকিস্তানের সামনে কঠিন চ্যালেঞ্জ, তবে ভারতের শক্তিশালী স্কোয়াড ও ফর্ম বিবেচনায় পাকিস্তানের জন্য জয় পাওয়া সহজ হবে না।
অনলাইন ডেস্ক







