Friday, December 5, 2025

সাতক্ষীরার প্রাক্তন ফুটবলারদের আয়োজনে র‍্যালি আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার প্রাক্তন ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের আয়োজনে র‍্যালি আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের পলাশপোল এলাকা থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চায়না বাংলা শপিং সেন্টারের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অংশগ্রহণ করে প্রাক্তন ফুটবলাররা।
আলোচনা সভায় সোনালী অতীত ক্লাবের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এর পরিচালনায় সভাপতিত্বে করেন সাতক্ষীরা সোনালী অতীত ক্লাবের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুজামান খোকন।
উক্ত সভায় সদস্যদের আলোচনার ভিত্তিতে ২৭ সদস্য বিশিষ্ট্য একটি পূর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়। ৪ বছরের এই কার্যকরী পরিষদের সভাপতি শেখ শরিফুল্লাহ,সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান ও কোষাধ্যক্ষ শেখ মমিনুল ইসলাম কচি নির্বাচিত হন।
আর কে-০৫
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর