বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের সর্বোচ্চ প্রতিযোগিতা হিসেবে বিবেচিত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগামী ৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে। তার আগে দুই দিনব্যাপী (শনিবার ও রবিবার) চলবে ক্রিকেটারদের দলবদল।
জাতীয় দলের অনেক ক্রিকেটারই বিপিএলের পর কেবল ডিপিএলেই অংশ নিয়ে থাকেন, যার ফলে প্রতিযোগিতাটি ক্রিকেটার ও ভক্তদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। আসন্ন আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ নিজেদের শক্তিশালী করতে দলে ভিড়িয়েছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
দলটি ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে এবং সর্বশেষ আজ (শনিবার) অনলাইনে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সাবেক বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদলের বিষয়টি নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন।
অনলাইন ডেস্ক







