প্রচণ্ড তুষারঝড়ের কারণে চ্যাম্পিয়নস কাপে ইন্টার মিয়ামি ও স্পোর্টিং কানসাসের ম্যাচটি একদিন পিছিয়ে মাঠে গড়ায় বৃহস্পতিবার। চিলড্রেনস মার্সি পার্কে অনুষ্ঠিত ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি।
মেসির জয়সূচক একমাত্র গোলটি আসে ম্যাচের ৫৬ মিনিটে। সতীর্থ সের্হিও বুসকেৎজের ভাসানো পাস বুক দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে কোনাকুনি নিচু শটে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। এর ফলে শেষ ষোলোর পথে অ্যাওয়ে গোলের সুবাদে এগিয়ে গেল মায়ামি।
এর আগে প্রথমার্ধে লুইস সুয়ারেজের একটি শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। তবে দ্বিতীয়ার্ধে মেসির নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।
উল্লেখ্য, তুষারঝড়ের কারণে ম্যাচের সূচিতে পরিবর্তন আনলেও কানসাস সিটির দুর্যোগ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস!
আগামী ২৬ ফেব্রুয়ারি ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ফিরতি লেগে আবার মুখোমুখি হবে দুই দল।
অনলাইন ডেস্ক







