Monday, April 21, 2025

মোরেলগঞ্জে হতদরিদ্র ২০০ পরিবারে হাস বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে হতদরিদ্র পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে ২০০ পরিবারের মাঝে হাস বিতরণ করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মোরেলগঞ্জ প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু হানিফ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোরেলগঞ্জ এপি শাখার এরিয়া ম্যানেজার তপন কুমার মণ্ডল, প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার, স্বপন হালদার এবং টেকনিক্যাল স্পেশালিস্ট ইসতিয়াক আহম্মেদ।
এই কর্মসূচির আওতায় উপজেলার ৪টি ইউনিয়নের ২শ’ জন সুবিধাভোগী প্রত্যেককে ৬টি করে খাকি ক্যাম্বেল জাতের হাস পান, যার সর্বমোট সংখ্যা ১২শ’ টি।
বিতরণকালে অতিথিবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো স্বনির্ভর হওয়ার সুযোগ পাবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। বিতরণকৃত হাস পালন করে তারা ডিম ও মাংসের মাধ্যমে নিজেদের পুষ্টির চাহিদা পূরণ করাসহ অতিরিক্ত ডিম বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন।
আর কে-১৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর