Wednesday, March 26, 2025

কুয়েটে ৬ দফা দাবিতে তালাবদ্ধ একাডেমিক ও প্রশাসনিক ভবন

খুলনা প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছয় দফা দাবি মেনে না নেওয়ায় একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার মধ্যে দাবি মানার আল্টিমেটাম শেষ হওয়ার পর তারা এই পদক্ষেপ নেয়।

শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, হামলাকারীদের শাস্তি, উপাচার্যসহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগসহ মোট ছয়টি দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণ না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। তবে শিক্ষার্থীরা তাকে সেখানে অবরুদ্ধ করে রেখেছে এবং পদত্যাগের দাবিতে সেন্টারের সামনে বিক্ষোভ করছে।

গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ইস্যুতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ বাধে, যা ক্যাম্পাসকে রণক্ষেত্রে পরিণত করে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। সংঘর্ষের জেরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে উপাচার্যের বাসভবনের সামনেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথভাবে পদক্ষেপ নেয় এবং বর্তমানে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

আর কে-০৯

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর