দীর্ঘ আট বছর পর আবারও ক্রিকেট বিশ্বমঞ্চে ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ থেকে পাকিস্তানের করাচিতে শুরু হচ্ছে টুর্নামেন্টের নবম আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপ র্যাঙ্কিং অনুযায়ী বাছাই করা আটটি দল অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে।
আইসিসি ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি বাতিলের পরিকল্পনা করলেও ২০১৭ সালে শেষবারের মতো এটি অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ আট বছর পর আবারও শুরু হচ্ছে এই প্রতিযোগিতা, যা বিশ্ব ক্রিকেটপ্রেমীদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।
২০১৭ সালের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১৮০ রানের বিশাল জয় তুলে নিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে পাকিস্তান। এবারও তারা শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামছে।
১৯৯৬ বিশ্বকাপের পর এই প্রথম কোনো বড় আইসিসি টুর্নামেন্ট পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের বাসে হামলার পর নিরাপত্তার কারণে পাকিস্তান থেকে বড় ইভেন্ট সরিয়ে নেওয়া হয়েছিল। তবে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ায় দেশটির ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
রাজনৈতিক কারণে ভারতীয় দল পাকিস্তানে না গিয়ে সংযুক্ত আরব আমিরাতে তাদের ম্যাচ খেলবে। ২০২৭ সাল পর্যন্ত এই “হাইব্রিড মডেল” অনুসরণ করবে আইসিসি।
২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। তাদের অংশগ্রহণ টুর্নামেন্টের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।
প্রতি দল মাত্র তিনটি গ্রুপ ম্যাচ খেলবে। দুটি গ্রুপ থেকে সেরা দুই দল সেমিফাইনালে উঠবে, এরপর হবে ফাইনাল।
এই আসরটি হতে পারে অনেক তারকা ক্রিকেটারের শেষ আইসিসি টুর্নামেন্ট। ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা, বাংলাদেশের মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের মতো কিংবদন্তিরা হয়তো এবারই শেষবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিচ্ছেন। নতুন প্রতিভাদের উত্থানের মাঝে, তারা বড় মঞ্চে শেষবারের মতো আলো ছড়ানোর জন্য প্রস্তুত।
ভারতের জন্য বড় ধাক্কা হলো জসপ্রিত বুমরাহর অনুপস্থিতি। এছাড়া অস্ট্রেলিয়াও পাচ্ছে না তাদের দুই প্রধান পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে। অন্যান্য দলও ইনজুরি ও বিভিন্ন কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বোলারকে হারিয়েছে।
বিশ্ব ক্রিকেটপ্রেমীরা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যাবর্তন উদযাপনের জন্য উন্মুখ হয়ে আছে। এবার দেখা যাক, আট বছর পর ফেরার পর কোন দল শিরোপা জিততে পারে!
অনলাইন ডেস্ক