Wednesday, March 26, 2025

বসুন্দিয়া সাদুল্যাপুর প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাতদিন ডেস্ক- যশোর সদর উপজেলার বসুন্দিয়ায়,(১৭ ফেব্রুয়ারি) সোমবার, সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ‘জাতীয় শিক্ষা পদক পুরস্কার প্রতিযোগিতা’ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বসুন্দিয়া ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক জাতীয় শিক্ষা পদক পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট নুরুজ্জামান খান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আরা মলী’র সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ। এসময় অরো উপস্থিত ছিলেন, বসুন্দিয়া মোড় বাজারের নবনির্বাচিত সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, কোষাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অমল কৃষ্ণ পালিত, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুরাদ হোসেন। জিরাট আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক আব্দুল আলিম, মহিলা ইউপি সদস্য রোকেয়া সিদ্দিকী রিতা, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ আক্তারুল আলমের সার্বিক তত্ত্বাবধানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

রাতদিন সংবাদ/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর