Wednesday, March 26, 2025

শামস্-উল-হুদা ফুটবল একাডেমির জয়

যশোরে তারুণ্যের উৎসব উপলক্ষে শামস্-উল হুদা ফুটবল একাডেমির আয়োজনে অনূর্ধ্ব-১৮ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক শামস্-উল হুদা ফুটবল একাডেমি। ফাইনালে তারা মাগুরা ফুটবল একাডেমিকে ৮-০ গোলে পরাজিত করেছে।

শামস্-উল হুদা ফুটবল একাডেমি সেমিফাইনালে ৫-০ গোলে খুলনা ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠেছিল। অন্যদিকে, মাগুরা ফুটবল একাডেমি ১-০ গোলে জয় পেয়ে ফাইনালে পৌঁছায়।

ফাইনালে শামস্-উল হুদা ফুটবল একাডেমির দাপট ছিল দেখার মতো। একের পর এক আক্রমণ করে তারা মাগুরার রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে। ম্যাচের ২৮ মিনিটে তারেক কর্ণার কিক থেকে হেড করে দলকে এগিয়ে দেন। এরপর ৩৯ মিনিটে বাপ্পি এবং ৪৫ মিনিটে স্বপন গোল করে ব্যবধান বাড়ান।

দ্বিতীয়ার্ধেও শামস্-উল হুদার আক্রমণ অব্যাহত থাকে। ৪৯ মিনিটে বাপ্পি আরও একটি গোল করে ব্যবধান ৪-০ করেন। ৫৫ মিনিটে মহিন, ৬৩ মিনিটে আহসান, ৬৭ মিনিটে রাব্বি এবং ৭৫ মিনিটে আহসান আরও একটি গোল করলে শামস্-উল হুদার জয় নিশ্চিত হয়।

ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী, শামস্-উল হুদা ফুটবল একাডেমির সহ-সভাপতি মোহাম্মদ শফিকউজ্জামান, পরিচালক এডমিন শামস্-উল বারী শিমুল, সদস্য সচিব মাসুদুর রহমান টনি এবং অন্যান্য ক্রীড়া সংগঠক।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর