Friday, December 5, 2025

সহকারী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ ২য় বারের জন্য জেলা রোভার সম্পাদক নির্বাচিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো: জাকির হোসেন রিয়াজ, এএলটি ২য় বারের জন্য জেলা রোভার সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক জনাব আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে এবং শিকদার রুহুল আমিন এলটি (প্রধান নির্বাচন কমিশনার) এর পরিচালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, বাগেরহাটে অনুষ্ঠিত ত্রৈবার্ষিক (২০২৫-২০২৮) বিশেষ কাউন্সিলে তিনি ৩ বছরের জন্য নির্বাচিত হন।

তিনি ইতিপূর্বে বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল এওয়ার্ডসহ মেডেল অফ মেরিট, বার টু দ্য মেডেল অফ মেরিট এবং সিএনসি এওয়ার্ড প্রাপ্ত হয়েছেন। এছাড়াও তিনি ক্রুমিটিং এ সেরা ও খুলনা বিভাগের শ্রেষ্ঠ রোভার লিডার নির্বাচিত হয়েছেন।

তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আমার উপর এই অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর