Friday, December 5, 2025

পাইকগাছায় অপহরণ মামলার আসামি গ্রেফতার: কলেজ ছাত্রী উদ্ধার

কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামিকে গ্রেফতার ও অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে। মঙ্গলবার অপহৃত ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অমিত দেবনাথ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ওই রাতেই গাজীপুর জেলার শ্রীপুর থানার দক্ষিণ ধনুয়া এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত শুভ মণ্ডলকে গ্রেফতার করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, ছাত্রীটির পিতামাতা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে থানায় মামলা করেন। মামলার পর এসআই অমিত দেবনাথ ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) গৌতম রায় দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেন। মঙ্গলবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় এবং উদ্ধার হওয়া ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি উপজেলার কপিলমুনি কলেজের সামনে থেকে নাছিরপুর গ্রামের শক্তি মণ্ডলের ছেলে শুভ মণ্ডল (২০) এক কলেজ ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় ছাত্রীটির পিতা বাদী হয়ে ১০ ফেব্রুয়ারি পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন।
আর কে-০৩
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর