নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতির পাশাপাশি, বিভিন্ন অনিয়ম অবিচার গুম খুন হত্যার বিভিন্ন চিত্র উপস্থাপন করা হয় নাটকে। নাটক দেখতে বিভিন্ন শ্রেনিপেশার দর্শক উপস্থিত ছিলেন।
নাটকটি পরিচালনা করেছেন আতিকুর রহমান, তিনি বলেন– এই নাটকের মাধ্যমে আমরা জনগনকে বলতে চেয়েছি, জনগন যদি দেশকে ভাল না বাসে, জনগনের যদি দেশের প্রতি দায়িত্ব বোধ না থাকে, ততদিন দেশের ভাল হবে না। যুগে যুগে শাসন পরিবর্তন হয় কিন্তু শাসক একই থেকে যায়।
এর আগে গত ২৭ জানুয়ারি থেকে প্রশিক্ষন শুরু হয়।
আর কে-০৬







