সন্ধ্যা ৬:২৩ মিনিটে উত্তর হন্ডুরাসে আঘাত হানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এটি ওই অঞ্চলে গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কাও করেছিল মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা, তবে পরে সেটি বাতিল করা হয়।
প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে হন্ডুরাসে গিয়েছিলেন লিওনেল মেসি এবং তাঁর দল ইন্টার মায়ামি। ভূমিকম্পের মাত্র দুই ঘণ্টা পর অনুষ্ঠিত এই ম্যাচে মেসি নিজের গোল করার পাশাপাশি সতীর্থদেরও গোল করতে সাহায্য করেন।
মেসি ও সুয়ারেজের একে একে করা গোলগুলোতে ৫-০ গোলে অলিম্পিয়া ক্লাবকে পরাজিত করে ইন্টার মায়ামি। প্রথমার্ধে মেসির এক গোল এবং দুটি অ্যাসিস্ট সহ খেলা শুরু হয়, এরপর সুয়ারেজ, রেদোনদো ও সেইলরের গোল নিশ্চিত করে জয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৪০০ মাইল দক্ষিণ-পশ্চিমের চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হলেও, ম্যাচের সময় সেখানে ভূমিকম্পের কোনো প্রভাব অনুভূত হয়নি।
এটি ছিল ইন্টার মায়ামির যুক্তরাষ্ট্রের বাইরে শেষ প্রস্তুতি ম্যাচ। ২২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া মেজর লিগ সকারে (এমএলএস) তাদের প্রথম ম্যাচের আগে ১৪ ফেব্রুয়ারি ওরল্যান্ডো সিটির বিপক্ষে আরেকটি প্রাক্-মৌসুম ম্যাচে মাঠে নামবে তারা।
অনলাইন ডেস্ক







