Friday, December 5, 2025

কপিলমুনি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় হুমকি 

কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল ও দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ আলীর বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন দুর্নীতির অভিযোগ করেছেন। অভিযোগ দায়েরের পর চেয়ারম্যান অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন অভিযোগকারীরা।

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে দাখিলকৃত লিখিত অভিযোগ এবং স্থানীয়দের তথ্যানুযায়ী, ২নং কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ আলী, ২নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম, ৩নং অজিয়ার রহমান ও ৪নং রবীন্দ্রনাথ অধিকারীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান এলাকার মসজিদ সংস্কার, ২০২৩-২৪ অর্থ বছরের কাবিখা প্রকল্পের আওতায় খাল খনন, ইউনিয়ন পরিষদের ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাৎ, হাউলী খাল ও গেটের খাল পুনঃসংস্কারের জন্য বরাদ্দকৃত ৫ লাখ টাকা এবং হাউলী গেট হতে হাড়িয়া নদী পর্যন্ত ৪ মেট্রিক টন গম আত্মসাৎ করেছেন।

২০২২-২৩ অর্থ বছরের কাবিখা প্রকল্পের অধীনে নদী খননের জন্য এবং নাবার ওয়াপদা কালভার্ট থেকে নাবার খাল পুনঃখননের জন্য বরাদ্দকৃত ৫ লাখ ৬০ হাজার টাকার কোনো কাজ না করেই পুরো অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও, দায়িত্ব নেওয়ার পর থেকে চেয়ারম্যান বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।

গত বছর ২৭ নভেম্বর প্রতাপকাটি দক্ষিণ পাড়া জামে মসজিদ ও হাউলী পূর্বপাড়া জামে মসজিদের সংস্কার বাবদ ৫১ হাজার টাকা ইউপি সচিবের কাছ থেকে স্বাক্ষর করিয়ে গ্রহণ করেন চেয়ারম্যান ইউনুছ আলী। কিন্তু মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদক জানিয়েছেন, তারা কোনো টাকা পাননি। ৭ ডিসেম্বর ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের অর্থ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা সচিবের কাছ থেকে স্বাক্ষর করিয়ে আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

বিগত চেয়ারম্যানের আমলে কপিলমুনি অগ্রণী ব্যাংকে থাকা ২ লাখ টাকা তুলেছেন বর্তমান চেয়ারম্যান। এছাড়া, সরকার প্রদত্ত প্রায় ৬০টি পানির ট্যাংকি ৪-৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগও উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, চেয়ারম্যান ইউনুছ আলী স্থানীয় যুবলীগের সভাপতি এবং সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠ হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। অভিযোগকারী আব্দুর রহমান জানান, শুক্রবার চেয়ারম্যান মসজিদের সামনে হুমকি দিয়েছেন। জাকির হোসেন খান বলেন, চেয়ারম্যান হুমকি দিয়ে বলেছেন, ইউএনও সাহেব অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করতে বলেছেন।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ আলী দাবি করেছেন, তার স্বাক্ষর জাল করা হয়েছে, তবে তিনি এখনো কোনো জিডি বা মামলা করেননি। এছাড়া, তিনি কাউকে কোনো হুমকি দেননি বলে দাবি করেছেন।

এদিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশিক্ষণের জন্য দেশের বাইরে থাকায়, দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম জানিয়েছেন, ইউএনও সাহেব ফিরে এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর