এইচ.এম. শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, যিনি শিক্ষার্থীদের ক্রীড়ার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, যিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, শটপুট, ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও চমৎকার ক্রীড়াশৈলী দর্শকদের মুগ্ধ করে।
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, মোরেলগঞ্জ-এর সার্বিক তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম, এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান থাকবে।
রাতদিন সংবাদ/আর কে-১১







