Friday, December 5, 2025

কপিলমুনি ইউপি সদস্যসহ তিন জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ 

কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার ২নং কপিলমুনি ইউনিয়নে ২নং ওয়ার্ডে ইউপি সদস্য শেখ রবিউল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসে এলাকাবাসী স্বাক্ষরিত এক অভিযোগ দিয়েছে।
অভিযোগে উল্লেখ উপজেলার কপিলমুনি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম, মৃত এছেম গাজীর পুত্র রবিউল গাজী ও আহম্মেদ মোড়লের পুত্র মোঃ সবুজ মোড়ল এলাকার সবচেয়ে অর্থ আত্মসাতকারী ব্যক্তি। ইউপি সদস্য উল্লিখিত ২ জনের সহযোগিতায় ইউনিয়নে রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে ২০২৩-২৪ অর্থ বছরের টিআর কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ৫২ হাজার টাকার মাত্র ৫/৭ ভ্যান বালি দিয়ে বাকী সমূদয় টাকা বিগত সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে আত্মসাৎ করেছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে ঐ বিদ্যালয়ের সামনে ১টি বড় শিরিশ গাছ, ৩টি বড় মেহগনি গাছ ও ১টি বড় কদম গাছ বিক্রি করে উহার সমুদয় টাকা আত্মসাৎ করেছে। এছাড়া বিদ্যালয়ের মাঠের পাশে লাগানো অন্যান্য গাছের ডালপালা বিক্রি করে টাকা স্কুলে জমা না দিয়ে উক্ত তিনজন আত্মসাৎ করেছে। ইউপি সদস্য রবিউল ইসলাম ২নং ওয়ার্ডে বিভিন্ন মসজিদ, মন্দির ও ঈদগাহের বরাদ্দকৃত অর্থ উক্ত প্রতিষ্ঠানের কমিটিকে না দিয়ে বা কোন কোন ক্ষেত্রে অংশিক দিয়ে অথবা কোন কোন ক্ষেত্রে দায়সারা কাজ করে আত্মসাৎ করেছে। এলাকাবাসী টিআর প্রকল্পের কাজ করতে ও গাছ বিক্রয় করা টাকা স্কুলে জমা দিতে বললে তারা বিগত সরকারের আমলের ক্ষমতার প্রভাব অব্যাহত রেখে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে। এলাকাবাসী তিন জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আবেদন করছেন।
ইউএনও অফিসের সিও আব্দুল বারী স্বাক্ষরিত রিসিভ কপির মাধ্যমে অভিযোগের বিষয়টি মিডিয়া কর্মীরা নিশ্চিত হন।
কপিলমুনি ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ আলী বলেন, সাবেক চেয়ারম্যানের লোকজন দিয়ে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।
রাতদিন সংবাদ/আর কে-০৯
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর