Wednesday, March 26, 2025

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের চারটি কারখানা লে-অফ, শ্রমিক ছাঁটাই

গাজীপুরের সারাবোতে অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের চারটি কারখানা লে-অফ করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কারখানাগুলো হলো – ইয়ার্ন ইউনিট-২, টেক্সটাইল, ডেনিম ও নিটিং। এর ফলে প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মঙ্গলবার কারখানায় মাইকিং করে এবং নোটিশ টাঙিয়ে এসব কারখানার উৎপাদন বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেয়। তবে রূপগঞ্জের ইয়ার্ন ইউনিট-১ এর কার্যক্রম এখনও চালু আছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, পর্যাপ্ত কাজ না থাকার কারণে এবং উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই লে-অফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। লে-অফ চলাকালীন শ্রমিকদের আইন অনুযায়ী বেতন দেওয়া হবে।

এর আগে, গত ১৫ ডিসেম্বর বেক্সিমকো গ্রুপের ১৬টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়। তৈরি পোশাকের ক্রয়াদেশ না থাকা ও কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খুলতে না পারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে মোট ২০টি কারখানা বন্ধ হলো, যেখানে প্রায় ৩০ হাজার শ্রমিক কাজ করতেন।

শ্রমিক হাবিবুল্লাহ জানান, চারটি কারখানায় প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করতেন, যারা এখন বেকার হয়ে গেলেন। নতুন করে কোনো আন্দোলনের কর্মসূচি এখনও ঘোষণা করা হয়নি।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, কারখানা বন্ধের ঘোষণা কার্যকর হয়েছে এবং শ্রমিকরা কাজে আসেননি। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এই লে-অফের ফলে শ্রমিকদের জীবনযাত্রায় অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং স্থানীয় অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর