সাতক্ষীরা প্রতিনিধি: “সমৃদ্ধ হোক গ্রন্থকার, এই আমাদের অঙ্গীকার” স্লোগানে উদযাপিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস। বুধবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে শহরের বিভিন্ন প্রান্তে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সরকারি গণগ্রন্থাগারে এসে শেষ হয়, যেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর গণগ্রন্থাগারের কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান জিয়ারুল ইসলাম। এছাড়া সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণগ্রন্থাগারের লাইব্রেরি অ্যাসিস্টেন্ট কিনারাম কুমার।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৬ জন প্রতিযোগীকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ ৬ বই পাঠককে ক্রেস্ট প্রদান করা হয়, এছাড়া চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।
এদিনের আয়োজনে সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং গ্রন্থাগারের প্রতি মানুষের আগ্রহ ও ভালবাসা প্রকাশ পায়। এই উদ্যোগটি গ্রন্থাগারের গুরুত্ব এবং পাঠক সমাজের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







