আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি ভেড়ীবাঁধ নির্মাণ কাজ, ইজিপিপি প্রকল্পের কাজ ও গৃহহীন ব্যক্তিদের সরকারীভাবে গৃহ নির্মানের জন্য স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
শনিবার বেলা ১১টায় তিনি শ্রীউলায় গমন করে গৃহহীন ব্যক্তিদের সরকারীভাবে গৃহ নির্মানের জন্য জায়গা পরিদর্শন করেন। এছাড়াও হাজরাখালি বাঁধের কাজ এবং ইজিপিপি প্রকল্পের কাজ (৪০দিনের কর্মসূচী) সরোজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পিআইও সোহাগ খান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, ইউপি সদস্য ইয়াছিন আলি প্রমুখ উপস্থিত ছিলেন।







