Wednesday, February 19, 2025

নড়াইলে ৩ দিনব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নড়াইল প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানে নড়াইলে ৩ দিনব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা–২০২৫ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৪ জানুয়ারি দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক মো:জসীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস,প্রশিক্ষন অফিসার সুমিত্র সরকার,সদর থান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান প্রমুখ। মেলায় কৃষির বিভিন্ন প্রযুক্তি নিয়ে ১৫টি স্টল রয়েছে। এসময় কৃষক–কৃষানীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর